ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রান্নাঘর নিয়ে রিয়েলিটি শো ‘তীর অ্যাডভান্সড কিচেন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
রান্নাঘর নিয়ে রিয়েলিটি শো ‘তীর অ্যাডভান্সড কিচেন’ ছবি: সংগৃহীত

রান্নাঘর একটি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এখানেই পরিবারের সদস্যদের স্বাদ ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা হয়। অথচ এই ঘরটি অবহেলিত ও অগোছালো থাকে অনেক সময়। এই সাধারণ কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করার জন্য শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো। ‘তীর অ্যাডভান্সড কিচেন’ নামের এই আয়োজনে অংশ নেবেন সারাদেশের মানুষ।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদেরকে কিচেনের ছবি ও কেনো তা রূপান্তর করতে চান এবং কিচেন নিয়ে গল্প পাঠাতে হবে। সারাদেশ থেকে ১০টি কিচেনকে অ্যাডভান্সড কিচেনে রূপান্তর করবে ‘তীর অ্যাডভান্সড কিচেন’ টিম।

তীর অ্যাডভান্সড কিচেন টিমের নেতৃত্বে আছেন সিস্টেম আর্কিটেক্টসের প্রধান স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর।

‘তীর অ্যাডভান্সড কিচেন’ উপস্থাপনা করবেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। অনুষ্ঠানটির ১০টি পর্ব প্রচার হবে চ্যানেল আইতে। পরিচালনা করবেন আকা রেজা গালিব। সম্প্রতি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।