দুটি ছবির প্রধান চরিত্র ভোগে হেঁচকিতে। আবার দু’জনই হতে চায় শিক্ষক! রোগ আর স্বপ্ন একই হওয়ায় ‘হিচকি’র নকলের বিষয়টি বলিউডে ব্যাপক আলোচিত হচ্ছে।
‘হিচকি’তে রানীকে দেখা যাবে নয়না মাথুর চরিত্রে। টোরেট সিনড্রোমে ভুগছেন তিনি। ঘনঘন হেঁচকি দেন নয়না, তবে অনিচ্ছাকৃত। তবুও স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন তার।
একইভাবে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত পিটার ওয়ার্নার পরিচালিত ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’-এ দেখা গেছে, এর মুখ্য চরিত্র জেমস ওক শিক্ষক হতে চায়।
হলিউডের মতো বলিউডের ছবিটিও বাস্তবেই হেঁচকি রোগে ভোগা ব্র্যাড কোহেনের আত্মজীবনী ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’ অবলম্বনে তৈরি হয়েছে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।
‘হিচকি’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা। তার দাবি, ২০১৩ সালে ‘ফ্রন্ট অব দ্য ক্লাস’ রিমেকের স্বত্ব নিয়েছেন তারা। ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি।
* ‘হিচকি’ ছবির ট্রেলার:
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বিএসকে