সরকারি অনুদানে নির্মিত ছবিটি শুক্রবার (২২ ডিসেম্বর) সারাদেশে মুক্তি পেয়েছে। দেশের ছয়টি সিনেমা হলে দেখা যাবে ছবিটি।
ছবিটির গল্পে দেখা যাবে একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে সাধারণ স্কুলে পড়তে যায়। সেখানে সে সব প্রতিবন্ধকতা কাটিয়ে বন্ধুদের সাহায্য নিয়ে তার প্রতিভার বিকাশ ঘটায়।
ইমপ্রেস টেলিফিল্ম ও মনন চলচ্চিত্র প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন এক ঝাঁক শিশুশিল্পী। আঁখি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী জাহিন নাওয়ার হক ইশা। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছন সুর্বণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুরসহ অনেকে।
উল্লেখ্য, একই দিনে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে অপূর্ব রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’। ছবিটিতে পরীমনির বিপরীতে আছেন জেফ।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
জেআইএম/আইএ