মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে নান্দনিক নাট্যোৎসব। জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
নানন্দনিক নাট্য সম্প্রদায় সম্পর্কে তিনি বলেন, নান্দনিক আজ ৪০ বছর উদযাপন করছে। একটি নাটকের দলের জন্য ৪০ বছর অনেক লম্বা সময়। এ সময়ের মধ্যে নান্দনিক তাদের নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাট্যজন গোলাম সরোয়ার, লাকী এনাম ও আব্দুর রহমান। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন নান্দনিক নাট্য সম্প্রদায়ের সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দনিক নাট্য সম্প্রদায়ের সভাপতি সৈয়দ লুৎফুল হক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নাট্যকর্মীরা যুদ্ধ সৈনিকের মতো। তারা নাট্য আন্দোলনের মধ্য দিয়ে মানুষকে সচেতন করে। নাটকের নান্দনিকতায় জীবনবোধ উদ্ভাসিত করে। নান্দনিক সেই সুন্দর কাজটিই করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যের পরে ঢাকের সুরে মোমবাতি জ্বালিয়ে চারদিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এইচএমএস/এসএইচ