ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যদি বাবাকে আরও একটু সময় দিতাম: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
যদি বাবাকে আরও একটু সময় দিতাম: প্রিয়াঙ্কা বাবা অশোক চোপড়ার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার, আক্ষেপ এমনকি বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

ওই সাক্ষাৎকারে বাবার কথা স্মরণ করে বলিউডের এই অভিনেত্রী বলেছেন, “জীবনে এতো নাম-যশ-খ্যাতি পেলেও যখনই চোখটি বন্ধ করি, বাবার মুখটি মনে পড়ে। মাঝে মাঝে ভাবি বাবা আমাকে যতোটুকু সময় দিয়েছেন তা ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়েই শেষ হয়ে গেছে।

কিন্তু আমি তার বিন্দুমাত্র সময় বাবাকে দিতে পারিনি। তিনি মারা গিয়েছেন চার বছর। আজ ভাবি, যদি বাবাকে আরও একটু সময় দিতে পারতাম। ”

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র তৃতীয় কিস্তির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কিছুদিন আগে শেষ করেছেন ‘অ্যা কিড লাইক জ্যাক’ এবং ‘ইজন্ট ইট রোমান্টিক’ নামে দু’টির ছবির কাজ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।