ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৮ বছরের সংসারের ইতি টানলেন তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
৮ বছরের সংসারের ইতি টানলেন তারা জুহি পারমার-সচীন শ্রফ দম্পতি

বছরের শেষে এসে শোনা গেলো আরও একটি বিচ্ছেদের খরব। ৮ বছরের সংসারের ইতি টানতে যাচ্ছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ জুহি পারমার-সচীন শ্রফ দম্পতি। কিছুদিন আগে বান্দ্রা পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন তারা। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

বিষয়টি নিশ্চিত করে জুহির একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘সবকিছু ঠিকঠাক চলছিলো। কিন্তু কিছুদিন আগে থেকে শুরু হয় তাদের ঝামেলার।

প্রায় এক বছর ধরে আলাদা থাকছেন তারা। তাদের মেয়ে সামায়রা আপাতত জুহির কাছেই রয়েছে। ’

এবারই প্রথম নয়, এর আগে ২০১১ সালে শোনা গিয়েছিলো এই দম্পতির বিচ্ছেদের খবর। সেসময় এটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন তারা। তবে এবার সত্যি সত্যি সংসারের ইতি টানছেন জুহি-সচীন।

পাঁচ মাসের কোর্টশিপের পর ২০০৯ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জুহি পারমার ও সচীন শ্রফ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।