কেননা ১৯৯৬ সাল থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। পুরস্কার জিতলেও তার পক্ষ থেকে সেই অ্যাওয়ার্ড নিতে যান অন্য কেউ।
শুধু আমির নয়, এ তালিকায় আরও রয়েছেন অভিনেতা অজয় দেবগণ ও অভিনেত্রী কঙ্গনা রনৌতও। এবার তাদের দলে যুক্ত হলেন রণবীর কাপুর।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, এ বছর চারটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন রণবীর কাপুর। কিন্তু কোনটিতেই তার উপস্থিতি দেখা যায়নি।
গত বছর বেশ কয়েকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরম্যান্সের পাশাপাশি সঞ্চালকের দায়িত্বও পালন করেছিলেন তিনি। কিন্তু এ বছর কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাওয়া যায়নি তাকে।
এ প্রসঙ্গে রণবীরের একটি ঘনিষ্ঠসূত্র জানান, এ বছর রণবীরের অভিনীত কোনও ছবি মনোনয়ন পায়নি। এছাড়া বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মানাধীন ছবির কাজে ব্যস্ত রয়েছেন তিনি। এ কারনে কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায়নি তাকে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বিএসকে