জনপ্রিয় এই অভিনেত্রীর সেই নতুন কিছুটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ। গত ২৮ ডিসেম্বর এটি খুলেছেন তিনি।
জয়া আরও বলেন, ‘এতোদিন আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমার ছবি, ভিডিওসহ বিভিন্ন রকমের তথ্য পেতেন। তবে এ বছর আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকার জন্য আমি হাজির হচ্ছি আমার অফিসিয়াল পেজ নিয়ে। আর এই পেজে আমাকে, আমার কাজ, অকাজ, নানাবিধ সংক্রান্ত সবকিছু আপনারা পাবেন। থাকবে অনেক আকর্ষণীয় নতুন খবর ও ভিডিও, লাইভ এবং আমার পেশাদার, বাড়ির, পরিবারের ছবি। সবকিছুই এক্সক্লুসিভলি আপনাদের জন্য। এটি একটি ছোট কিন্তু আপনাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আন্তরিক প্রচেষ্টা। আসুন একটি সুন্দর যাত্রা একসঙ্গে শুরু করা যাক। আপনাদের যদি ইচ্ছে থাকে আমার অফিসিয়াল পেজ ফলো করুন। ’
জয়ার অফিসিয়াল পেজের কাভারে রয়েছে একটি ফ্ল্যাশ আইটেম। এতে জয়ার ছবিসহ তাকে নিয়ে উল্লেখ রয়েছে বিভিন্ন তথ্য। ‘সীমান্তের বেড়া পেরিয়ে নতুন উদাহরণ তৈরির জন্য একজন শিল্পীর আন্তরিক প্রচেষ্টা। রূপালি পর্দার মাধ্যমে লাখো মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার পথচলা। এই পরিশ্রমী পথচলা সহজ ছিলো না। ’ এরপর জয়া আহসানের নামের সঙ্গে লেখা, ‘আমি এসেছি, দেখেছি, ভালোবেসেছি...। ’
২০১৭ সালে জয়ার বেশকিছু সাফল্য রয়েছে। সেগুলোর একটি সংকলন অফিসিয়াল পেজে পোস্ট করেছেন তিনি। এখানে তিনি লিখেছেন, ‘ফিরে দেখা ২০১৭। অবশ্যই এই বছরটিও ছিলো বিশেষভাবে উল্লেখ করার মতো। আপনাদের নিরন্তর ভালোবাসা আর নিঃস্বার্থ অনুপ্রেরণাই আমাকে সবসময় কঠিন চরিত্রগুলো বেছে নিতে উৎসাহ দেয়। এই বছরটিতেও আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ’
জয়ার হাতে এখন দুই বাংলায় আছে কয়েকটি ছবি। এর মধ্যে কলকাতায় সৃজিত মুখার্জির ‘এক যে ছিলো রাজা’। এর গল্প ভাওয়াল রাজাকে ঘিরে। এছাড়া বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, সাইফুল ইসলাম মাননুর ‘পুত্র’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
বিএসকে