ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চিরনিদ্রায় শায়িত হলেন সিরাজ হায়দার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
চিরনিদ্রায় শায়িত হলেন সিরাজ হায়দার মুন্সীগঞ্জে সিরাজ হায়দারের জানাজা-ছবি-বাংলানিউজ

মুন্সীগঞ্জ: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিরাজ হায়দারের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে জানাজায় শরিক হন শতাধিক মানুষ।

সদর উপজেলার মীরকাদীমের দরগাবাড়ির বাবা আদমের মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দরগাবাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরের নিজ বাসাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে সিরাজ হায়দার মৃত্যুবরণ করেন।

দুপুর দেড়টায় তার মরদেহ বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) নেওয়া হয়। সেখানে জানাজার নামাজে চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।
 
সদ্য প্রয়াত এই অভিনেতা দীর্ঘ অভিনয় জীবনে মঞ্চ, যাত্রা, টিভি ও চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নাম লিখিয়েছিলেন তিনি।  

**সিরাজ হায়দারকে চিরবিদায় দিলো এফডিসি, দাফন মুন্সীগঞ্জে
**অভিনেতা সিরাজ হায়দার আর নেই 

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।