অমূল্য এইসকল রচনা-যা বিদ্রোহী কবি একসময় লিখেছিলেন সমসাময়িক রবীন্দ্রনাথ ঠাকুর, কবি জসীম উদ্দিন প্রমুখদের উদ্দেশ্যে। সাহিত্য তো বটেই সামাজিক-রাজনৈতিক তথা ঐতিহাসিক প্রেক্ষাপটে এর গুরুত্ব অপরিসীম।
'ছায়ানট (কলকাতা)' সংস্থার উদ্যোগে নভেম্বর ২০১৭ থেকে স্টুডিও ভাইব্রেশনে ‘ইতি কাজী নজরুল ইসলাম’ সংকলনটির রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে।
চলবে ধাপে ধাপে। শেষ হতে পারে আগামি ফেব্রুয়ারি মাসের মধ্যে।
এখনও পর্যন্ত পাঠে অংশ নিয়েছেন, কল্যাণী কাজী, দেবাশিস বসু, অলকনন্দা রায়, মধুমিতা বসু, ঋতব্রত ভট্টাচার্য, দিলরুবা খানম্, নাসিমা খান বকুল (বাংলাদেশ) প্রমুখ। এর ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন নজরুল সংগীত শিল্পী সোমঋতা মল্লিক।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
টিএইচ/টিসি