চলে গেলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শাম্মী আখতার। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। তার কণ্ঠে বেরিয়েছে কালজয়ীসহ অসংখ্য জনপ্রিয় গান। আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্লেব্যাকে শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এখন পর্যন্ত শাম্মী আখতার চলচ্চিত্রে প্রায় ৩শ’ প্লেব্যাক করেছেন। চলুন দেখে নেওয়া যাক তার গাওয়া সেরা ১০টি গান।
১. ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’
২. ‘আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে’
৩. ‘আমি তোমার বধূ’
৪. ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাধা যায় না’
৫. ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা’
৬. 'আমার মনের বেদনা'
৭. ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’
৮. 'মনে বড় আশা ছিলো'
৯. 'বিদেশ গিয়া বন্ধু'
১০. 'ফুলে ফুলে বাসর'
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮ জেআইএম/বিএসকে
।
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।