ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বিনোদন

নাঈম-মমর ‘প্রজাপতি ভালোবাসা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩১, জানুয়ারি ১৭, ২০১৮
নাঈম-মমর ‘প্রজাপতি ভালোবাসা’ ‘প্রজাপতি ভালোবাসা’ টেলিফিল্মের দৃশ্যে নাঈম ও মম

রেল লাইনে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে মমর সঙ্গে পরিচয় হয় নাঈমের। এরপর বহুদিন মনে মনে নাঈম খুঁজতে থাকে মমকে। প্রায় এক বছর পর বড় ভাইয়ের বাংলোতে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় নাঈম। সেখানেই আবার দেখা হয় দু’জনের।

কিন্তু নাঈম জানতে পারে মমকে তার বড় ভাই পছন্দ করে এবং বিয়ে করতে চায়। বাবাকে রাজি করানোর দায়িত্ব দেয় নাঈমকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘প্রজাপতি ভালোবাসা। ’

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হোসেন। এতে অভিনয় করেছেন নাঈম, মম, নাদিয়া নদীসহ প্রমুখ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।