জানা যায়, বহু কাঠগড় পুড়িয়ে কেটেছেঁটে ছাড়পত্র পাওয়া ‘পদ্মাবত’ এর বিশেষ প্রদর্শনীর আয়োজন হয় মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে। দিল্লিতে গণমাধ্যম কর্মীদের জন্য এ প্রদর্শনীর আয়োজন করেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।
এতে প্রধান দুই চরিত্র রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি উপস্থিত হন আরেক শীর্ষ চরিত্র শহিদ কাপুর। এই সময়েই প্রদর্শনীস্থলে হাতজোড়া এক করে ঢুকতে দেখা যায় বলিউডের অন্যতম আলোচিত প্রেমিক যুগলকে। বহু সমালোচনা, আন্দোলন, হামলা ও নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘পদ্মাবত’। তবে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও রাজস্থান, গুজরাট ও হরিয়ানার মতো কিছু রাজ্যে ছবিটি প্রদর্শন না করার ব্যাপারে ধর্মীয় সংগঠনগুলো এখনও অবিচল রয়েছে।
২৫০ কোটি রুপি’র ‘পদ্মাবত’ প্রথম ও বিশেষ প্রদর্শনীতেই বেশ প্রশংসিত হয়েছে। এতে অংশগ্রহণকারী চলচ্চিত্র সমালোচক ও গণমাধ্যমকর্মী ‘পদ্মবত’র বিরুদ্ধে আন্দোলনের তীব্র নিন্দা জানান। তাদের মতে ছবিটির মধ্যে এমন কিছু নেই, যার বিরুদ্ধে আন্দোলন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জেআইএম/এইচএ/