‘চৌরঙ্গী’ প্রসঙ্গে জয়া জানান, এবারই প্রথম কোনো রিমেক ছবিতে কাজ করছেন তিনি। সুপ্রিয়া দেবী অভিনীত কোনো চরিত্রে কাজের সুযোগ পাওয়ার বিষয়টি জয়, সম্মান এবং গর্বের বলেই মনে করছেন জয়া।
শঙ্করের বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গী’ অবলম্বনে ১৯৬৮ সালে নির্মিত হয়েছিলো চলচ্চিত্র ‘চৌরঙ্গী’। এবার সেই চলচ্চিত্র অবলম্বনেই পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করবেন নতুন চলচ্চিত্র। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে- জুন থেকে শুরু হবে এর দৃশ্যধারণ।
এছাড়াও ছবিতে অনিন্দ্য পাকড়াশি চরিত্রে যীশু সেনগুপ্ত, মিসেস পাকড়াশি চরিত্রে মমতা শঙ্কর, মার্কো পোলো চরিত্রে অঞ্জন দত্ত এবং শঙ্কর চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
জেআইএম/বিএসকে