বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারের কিংস হলে তুরঙ্গমী স্কুল অব ড্যান্সের লোগো উন্মোচন হয়। এ সময় ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া।
এদিকে সংগঠনটির চার বছরের পথচলাকে ভিত্তি করে সাজানো হয়েছে ‘মুখরতার চার বছর’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র। এর প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় বুধবারের আনন্দ আড্ডা। এখানে আরও অংশ নেন শিল্প, সংস্কৃতি ও নৃত্যাঙ্গনের স্বনামধন্য শিল্পী, দেশি-বিদেশি কূটনৈতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধাররা।
তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারে আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত জানান, এ বছর মঞ্চে আসবে তাদের নতুন প্রযোজনা ‘অমরাবতীর তীরে’। আবুল হোসেন খোকনের ‘জলবেহুলা’ অবলম্বনে এটি নির্দেশনা দিয়েছেন পূজাই।
২০১৪ সালের ৩১ জানুয়ারি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানিয়ে ‘অ্যা ট্রিবিউট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’ মঞ্চায়নের মাধ্যমে যাত্রা শুরু করে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। তাদের অন্য প্রযোজনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘ওয়াটারনেস’ ও ‘অনামিকা সাগরকন্যা’।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
বিএসকে