ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার বরফের ওপর দীপিকার ‘ঘুমার’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
এবার বরফের ওপর দীপিকার ‘ঘুমার’ (ভিডিও) দীপিকা পাড়ুকোন ও ময়ূরি ভান্ডারি

কিছুদিন আগে ‘পদ্মাবত’ ছবির গান ‘ঘুমার’ বাজানোর কারণে ভারতের মধ্যপ্রদেশের রতলাম জেলার জাওরা এলাকায় সেন্ট পল’স কনভেন্ট স্কুলে হামলা করেছিলো শ্রী রাজপুত কার্নি সেনারা। গানের দৃশ্যে দীপিকা পাড়ুকোনের কোমর ঢাকতে কতোই না কাণ্ড ঘটিয়েছিলো তারা। পরে অবশ্য প্রযুক্তির সহায়তায় দীপিকার কোমর ঢেকে রক্ষা পায় ‘ঘুমার’।

কিন্তু ভারতে যে পরিমাণ তিক্ততার স্বাদ পেয়েছে এ গানটি, ভারতের বাইরে এ গান নিয়ে উচ্ছ্বাস ততোটাই বেশি।

গত ৩১ জানুয়ারি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছিলেন ‘পদ্মাবত’র অভিনেতা শহিদ কাপুর।

যেখানে একটি খেলার মাঠে ‘ঘুমার’ গানে নাচতে দেখা গেছে একঝাঁক মার্কিন নৃত্যশিল্পীকে।

এবার ইউটিউবে প্রকাশিত হলো আরও একটি ভিডিও। তবে এবার খেলার মাঠ নয়, বরফের ওপর ‘ঘুমার’ গানের তালে নেচে দেখালেন ময়ূরি ভান্ডারি নামে রাজস্থানের এক তরুণী।  

গত ২৬ জানুয়ারি ইউটিউবে ভিডিওটি প্রকাশ করেছে ময়ূরি। এরই মধ্যে ৩৬ হাজার বারের বেশি দেখা হয়েছে বরফের ওপর তার নাচের ভিডিওটি।

এ প্রসঙ্গে ময়ূরি জানান, “একজন রাজস্থানি হয়ে ‘ঘুমার’ গানের সঙ্গে তাল মেলাতে পেরে আমি সম্মানিত। ”

** বরফের ওপর ময়ূরি ভান্ডারির ‘ঘুমার’ গানের নাচ

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।