প্রতিযোগিতার মাধ্যমে দর্শকদের কাছ থেকে ভালোবাসার গল্প সংগ্রহ করা হয়েছে। অগণিত কাছে আসার গল্প থেকে নির্বাচিত করা হয় সেরা তিনটি গল্প।
এ কে এম মাহফুযুল আলম অনিক-এর গল্পে নির্মিত হয়েছে ‘তবুও ভালোবাসি’। রোবায়েত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন সাফা কবির ও সিয়াম আহমেদ। এর টাইটেল গান করেছেন অদিত।
মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন ‘আমি তোমার গল্প হবো’। মো. খায়রুল হাসানের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করছেন মুমতাহিনা টয়া ও তৌসিফ মাহবুব। গান করেছেন মিনার।
‘শহরে নতুন গান’র গল্প লিখেছেন মো. রফিকুল ইসলাম। পরিচালনা করছেন সাফায়েত মনসুর রানা। মূল চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর ও মনোজ কুমার। নাটকটির গান তৈরি করেছেন রাফা।
আগামী ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাংলাভিশনে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’র তিনটি নাটকের প্রচার শুরু হবে রাত ৮টা ৪৫ মিনিট থেকে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
জেআইএম/আরএ