ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

সেরা তিন কাহিনীতে ‘কাছে আসার গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, ফেব্রুয়ারি ৬, ২০১৮
সেরা তিন কাহিনীতে ‘কাছে আসার গল্প’ ক্লোজআপ কাছে আসার গল্পের তিন জুটি

ভালোবাসা দিবস উপলক্ষে টিভি পর্দা সাজে নতুন আয়োজনে। প্রতি বছরের মতো এবারও টিভিতে দেখা যাবে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’র তিনটি নাটক।

প্রতিযোগিতার মাধ্যমে দর্শকদের কাছ থেকে ভালোবাসার গল্প সংগ্রহ করা হয়েছে। অগণিত কাছে আসার গল্প থেকে নির্বাচিত করা হয় সেরা তিনটি গল্প।

তা থেকেই নির্মিত হয়েছে নাটক ‘তবুও ভালোবাসি’, ‘আমি তোমার গল্প হবো’ ও ‘শহরে নতুন গান’।

এ কে এম মাহফুযুল আলম অনিক-এর গল্পে নির্মিত হয়েছে ‘তবুও ভালোবাসি’। রোবায়েত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন সাফা কবির ও সিয়াম আহমেদ। এর টাইটেল গান করেছেন অদিত।

মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন ‘আমি তোমার গল্প হবো’। মো. খায়রুল হাসানের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করছেন মুমতাহিনা টয়া ও তৌসিফ মাহবুব। গান করেছেন মিনার।

‘শহরে নতুন গান’র গল্প লিখেছেন মো. রফিকুল ইসলাম। পরিচালনা করছেন সাফায়েত মনসুর রানা। মূল চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর ও মনোজ কুমার। নাটকটির গান তৈরি করেছেন রাফা।

আগামী ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাংলাভিশনে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’র তিনটি নাটকের প্রচার শুরু হবে রাত ৮টা ৪৫ মিনিট থেকে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
জেআইএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।