ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আশির দশকের গায়িকা সাবাতানি আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
আশির দশকের গায়িকা সাবাতানি আর নেই সাবাতানি

দেশীয় সংগীতাঙ্গনের একসময়ের জনপ্রিয় গায়িকা সাবাতানি আর নেই (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) উত্তরার নিজ বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্লাটে তিনি একাই ছিলেন।

নিম্ন রক্তচাপজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

আশি ও নব্বই দশকের অন্যতম জনপ্রিয় পপ গায়িকা ছিলেন সাবাতানি। বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়ে তিনি খ্যাতি পেয়েছিলেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’ ও ‘কোনো বৈশাখী রাতে যদি’। তবে দীর্ঘদিন ধরে সংগীত থেকে দূরে ছিলেন তিনি।

সাবাতানি রাজধানীর উত্তরার একটি ফ্লাটে মায়ের সঙ্গে থাকতেন। তার একমাত্র ছেলে বর্তমানে লন্ডনে রয়েছেন। চিত্রনায়ক নাঈমের খালাতো বোন তিনি।  

সবশেষ ২০১৬ সালে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিলো। এর আগে দেশ টিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলেন সাবাতানি। তারও আগে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে কাজ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
জেআইএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।