ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

‘পাষাণ’র মার মার কাট কাট ট্রেলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, মার্চ ১, ২০১৮
‘পাষাণ’র মার মার কাট কাট ট্রেলার বিদ্যা সিনহা মিম ও ওম

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’। বৃহস্পতিবার (১ মার্চ) ইউটিউবে প্রকাশ পেলো ছবিটির ট্রেলার। প্রায় ২ মিনিট ব্যাপ্তির ট্রেলারটি ছিলো মার মার কাট কাট উত্তেজনায় ভরপুর।

সৈকত নাসির বৃহস্পতিবার (১ মার্চ) বাংলানিউজকে বলেন, ‘আগামী ২৩ মার্চ মুক্তি পাবে ‘পাষাণ’। তাই ছবিটির প্রচারণা শুরু করলাম।

এরই মধ্যে পোস্টার প্রকাশ করেছি। আজ দর্শকের জন্য ট্রেলার প্রকাশ করা হলো। আশা করছি সবার সহযোগিতা পাবো।

ছবিটিতে একজন মেধাবী সাংবাদিকের চরিত্রে হাজির হবেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার বিপরীতে রয়েছেন কলকাতার ওম। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, বিপাশা কবির, সাদেক বাচ্চু, সীমান্ত, শিমুল খান, প্রয়াত মিজু আহমেদ, সাব্বির সিদ্দিকি প্রমুখ।

২০১৬ সালের সেপ্টেম্বরে ‘পাষাণ’ সিনেমার শ্যুটিং শুরু হয়। গত ফেব্রুয়ারিতে অ্যাকশন ঘরানার ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

** ‘পাষাণ’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।