ওয়াজেদ আলী সুমন বাংলানিউজকে বলেন, ‘সিকোয়েন্সের মাত্র দু’দিনের শ্যুটিং বাকি ছিলো। তা শেষ হলো।
ওয়ার্ক পারমিট না নিয়ে দেশে ভারতীয় তারকা ও কলাকুশলী কাজ করার অভিযোগে গত বছর মার্চে ‘মনে রেখো’ ছবিটি বিতর্কের মুখে পড়ে। তাছাড়া মাহির শিডিউল নিয়েও সৃষ্টি হয়েছিলো জটিলতা। অবশেষে ছবিটির কাজ শেষ হতে যাচ্ছে।
পরিচালক জানান, এবার ওয়ার্ক পারমিট নিয়েই বিদেশি তারকা ও টেকনিশিয়ানরা শ্যুটিংয়ে অংশ নিয়েছেন।
হার্টবিট প্রোডাকশনের ব্যানারে রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও টালিগঞ্জের বনি সেনগুপ্ত ছাড়াও ‘মনে রেখো’ ছবিতে আরও অভিনয় করছেন শক্তিমান অভিনেতা মিশা সওদাগর, জয়ী, সোহেল, তুলিকা ও বিশ্বজিৎ।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
জেআইএম/এসএইচ