ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

ওমর সানীর হার্টে চার ব্লক, হাসপাতালে ভর্তি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, মার্চ ৫, ২০১৮
ওমর সানীর হার্টে চার ব্লক, হাসপাতালে ভর্তি  নায়ক ওমর সানী। ফাইল ফটো

ঢাকা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের  নায়ক ওমর সানী। অসুস্থ নায়ককে সোমবার (০৫ মার্চ) বিকেলে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওমর সানীর ছেলে ফারদিন এহসান তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, তার বাবার হার্টের রক্তনালীতে চারটি ব্লক ধরা পড়েছে।

রাতেই তার অপারেশন করে রিং পড়ানো হবে।  

ওমর সানীর পারিবারিক সূত্র জানায়, দুপুরের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হার্টে ব্লক ধরা পড়ার পর চিকিৎসক তাকে তিনটি রিং পরানোর পরামর্শ দেন। সোমবার রাতেই তাকে রিং পরানো হবে।  

তবে ওমর সানী বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।  


জানা যায়, হাসপাতালে ওমর সানীর পাশে তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলেরা রয়েছেন।  

ওমর সানীর সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে ফারদিন।  

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। মাঝে বিরতি দিয়ে এখনও তিনি সমান তালে অভিনয় করে যাচ্ছেন। তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘আখেরি হামলা’, ‘দোলা’,‘কুলি’, ‘আত্ম অহংকার’ উল্লেখযোগ্য।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।