শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির শুরুতে পরিচালক ছিলেন উত্তম আকাশ। তিনি ‘ক্যাপ্টেন খান’ নামটিও পরিচালক সমিতিতে নিবন্ধন করান।
তার বদলে ছবিটি পরিচালনা করবেন ‘রক্ত’ খ্যাত পরিচালক ওয়াজেদ আলী সুমন।
রোববার (১৮ মার্চ) উত্তম আকাশ বাংলানিউজকে বলেন, ‘কিছুদিনের মধ্যে আমি কানাডায় আমার পরিবারের কাছে যাচ্ছি। দেশের বাইরে যাওয়ার আগে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির কাজ শেষ করে যেতে হবে। এদিকে শাকিবের শ্যুটিংয়ের জন্য যে শিডিউল দিয়েছে, তার সঙ্গে আমার শিডিউল মিলছে না। তাই সবমিলিয়ে ছবিটি করতে পারছি না’।
শাকিব এখন কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সেখান থেকে ২০ মার্চ ঢাকায় ফিরবেন। এরপর ২১ মার্চ ‘ক্যাপ্টেন খান’ ছবির শ্যুটিংয়ে অংশ নেবেন। বুবলী অংশ নেবেন ২৯ মার্চ।
ওয়াজেদ আলী সুমন বাংলানিউজকে বলেন, ‘শ্যুটিংয়ের জন্য এফডিসিতে সেট তৈরি হচ্ছে। প্রথমে আমরা টানা ১০ দিন শ্যুটিং করব। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার শ্যুটিং হবে। ছবির কয়েকটি গানের শ্যুটিং হবে দেশের বাইরে’।
ছবিটির গল্প লিখেছেন কলকাতার পেলে ভট্টাচার্য। শাকিব-বুবলী ছাড়াও এতে অভিনয় করবেন মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
জেআইএম/এইচএ/