কথাগুলো প্রখ্যাত সংগীতশিল্পী ফাহমিদা নবীর। বাংলাদেশের এফএম রেডিওগুলোতে ভিনদেশী গান বাজানো নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি।
স্ট্যাটাসের শুরুতেই ফাহমিদা নবী রেডিওর কর্তাব্যক্তি ও রেডিও জকিদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘তোমরাই কিন্তু আমাদের গান পছন্দ করো না। বুঝিয়ে দিয়েছো। শ্রোতাদের দোষ দিও না। শ্রোতাকে বোকা বানিও না। শ্রোতারাই অবাক বিস্মিত! আর আমি এবং আমরা শিল্পীরা, আমাদের শ্রোতা নিয়ে গর্বিত’।
যোগ করে জনপ্রিয় এই সংগীতশিল্পী আরও লিখেছেন, ‘অনেকদিন রেডিও এসব কারণে শুনি না। আজ রেডিও শুনতে গিয়েই ঝামেলাটি হলো! কারণটা বারবার বলতে লজ্জা লাগে। বাংলাদেশের কোন শিল্পীদের গানই ভালো না। ঘুরিয়ে বলে দিচ্ছো, বুঝি...! হাস্যকর! অশিক্ষিত মনোভাব। এমন মাধ্যম নিয়ে কাজ করো, ভাবো না কেনো নিজস্বতা নিয়ে? ভয় করো না কেনো? সম্মানের ভয় করো না কেনো? আর পারি না তোমাদের নিয়ে। অবশ্য পারতেও চাই না। নীতিতে বাঁধে তাই বলা। ’
ব্যাখা দিয়ে ফাহমিদা নবী লিখেছেন, ‘জ্যামের রাস্তায় রেডিও শুনি। ভাবি একটু ভালো সময় কাটবে! কিন্তু হয় উল্টোটা। টানা অন্য দেশের গান বাজতেই থাকে। শুনতে ভালোই লাগে তাই না? কারণ তারা সুরে গান গায়, কথা ভালো, শ্রোতারা বুঝতে পারে। আর আমাদের দেশের গানের কথা কঠিন, ভালো না, সুর বাজে। কি দারুণ, কি সুখ, কি মজা। আমরা কষ্ট করি আর দেশে বসে অন্য দেশের গানের প্রচার’!
সব শেষে তিনি লিখেছেন, ‘দায়িত্ব শেখানো যায় না। আমার বাবা মা বলেননি কখনো এটা করতেই হবে। ওটা করোনা। কিন্তু শিখে গেছি বলেই দেশ ও মাটিকে ভালোবাসতেই হয়। ভালোবাসি শাশ্বত সত্য। বোধ শেখানো যায় না, সেটি নিজস্বতা। ধন্যবাদ এফএম রেডিও গুলো। তোমাদের লজ্জাহীন জয় হোক। আমরা একটুও লজ্জা পাচ্ছি না। ’
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
জেআইএম/বিএসকে