নাটকটি লিখেছেন শাকুর মজিদ। তিনি এর আগে বাউল শাহ আবদুল করিমের জীবন অবলম্বনে ‘মহাজনের নাও’ লিখে প্রশংসিত হয়েছেন।
‘হাছনজানের রাজা’ নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আগামী ২০ এপ্রিল সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। পরদিন (২১ এপ্রিল) একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে এর দ্বিতীয় মঞ্চায়ন হবে।
এ নাটকে সঙ্গীত পরামর্শক হিসেবে আছেন হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী। আলোক পরামর্শকের কাজ করেছেন দেশের প্রবীন আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান। পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ।
প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনাটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন ও রুমা।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
বিএসকে