ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

‘পটাকা’ নিয়ে হাজির ফারিয়া (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, এপ্রিল ২৭, ২০১৮
‘পটাকা’ নিয়ে হাজির ফারিয়া (ভিডিও) নুসরাত ফারিয়া/ ছবি: বাংলানিউজ

শুধু অভিনয় নয়, গানেও পারদর্শী নুসরাত ফারিয়া। সম্প্রতি তারই প্রমাণ দিলেন আলোচিত এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘পটাকা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নেচে দর্শক মাতালেন ‘বাদশা’খ্যাত এই তারকা।

এটিই ফারিয়ার গাওয়া প্রথম গান। তবে গানটি শুনে কারোই বোঝার উপায় নেই এটি অপেশাদার কোনো শিল্পীর গান। শুধু গানে নয় মিউজিক ভিডিওটিতেও ফারিয়া সবাইকে চমকে দিয়েছেন।

নুসরাত ফারিয়া/ ছবি: বাংলানিউজআবেদনময়ী পোশাকে নাচের তালে দুর্দান্ত এক পারফর্মেন্স নিয়ে হাজির হয়েছেন ফারিয়া। গানটির প্রয়োজনে কাচ খচিত আট কেজি ওজনের প্যান্ট পরতে হয়েছিলো তাকে।

‘পটাকা’র সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। কথা লিখেছেন রাকিব রাহুল। নৃত্য ও ভিডিও পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

বাংলাদেশের সিএমভি ও কলকাতার এসভিএফ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একযোগে ‘পটাকা’ মুক্তি দেওয়া হয়।

** ‘পটাকা’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
জেআএইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।