ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সার্ক চলচ্চিত্র উৎসবে ‘হালদা’ ও ‘খাঁচা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ৮, ২০১৮
সার্ক চলচ্চিত্র উৎসবে ‘হালদা’ ও ‘খাঁচা’ ‘হালদা’ ও ‘খাঁচা’ ছবির পোস্টার

শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮। এবারের উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৩টি পূর্ণদৈর্ঘ্য ও ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

উৎসবের মূল প্রতিযোগিতার ফিচার বিভাগে অংশ নেবে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ও আকরাম খান পরিচালিত ‘খাঁচা’।

এছাড়া মাষ্টার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’।

স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রদর্শিত হবে ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ’।

৬ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ২২ মে। চলবে ২৭ মে পর্যন্ত।

‘আঁখি ও তার বন্ধুরা’ ছবির পোস্টারসার্ক চলচ্চিত্র উৎসবে তিনটি বিভাগে প্রদর্শিত হবে সার্ক ভুক্ত দেশের চলচ্চিত্রসমূহ। উৎসবে কলম্বোতে অবস্থিত সার্ক কালচারাল সেন্টারের ডকুমেন্টেশন কর্মকর্তা মাহিন্দা সুমন সেরা চলচ্চিত্রগুলোর বিষয়ে তথ্য দিয়েছেন বাংলাদেশী চলচ্চিত্রসমূহ প্রদানে সহায়তা ও যোগাযোগ সমন্বয়ক মনজুরুল ইসলাম মেঘকে।

গত বছর ৭ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭’তে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছিলো।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ৮, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।