দক্ষিণ চব্বিশ পরগণার বজবজে বাওয়ালি রাজবাড়িতে আয়োজন করা হয়েছে ‘রাজশ্রী’র জমকালো বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে শেষ হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
এদিন সকালে একইস্থানে অনুষ্ঠিত হয়েছে রাজ-শুভশ্রীর গায়ে হলুদ। বৃহস্পতিবার (১০ মে) রাতে হয়েছে বিয়ের অনুষ্ঠান। রাজবাড়িতে বসে রাজ-শুভশ্রীর আইবুড়ো ভাতের আসর। অনুষ্ঠানে কাঁসার থালায় রাজকে ভাত খাইয়ে দেন শুভশ্রী। সব্যসাচী মুখার্জীর ডিজাইন করা লাল বেনারসি শাড়ি পরে বাঙালি বধূবেশে মণ্ডপে হাজির হবেন শুভশ্রী। বাঙালি পোশাকে সাজবেন রাজও। ভালোবেসে গাঁটছড়া বাঁধছেন ‘রাজশ্রী’। গত ৮ মে তারা আয়োজন করেন ককটেল পার্টি। ১০ মে হয় তাদের মেহেদী অনুষ্ঠান। শুক্রবার বিয়ে শেষে ১৩ মে অনুষ্ঠিত হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এতে ঢালিউডের নামিদামি তারকাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ১১, ২০১৮
জেআইএম/আরআর