একদিন হুট করে রাণীকে বিয়ে করার জন্য তার বাবার কাছে মুনকির প্রস্তাব দেন। কিন্তু পাত্র গায়ক হওয়ায় রাণীর বাবা বিয়েতে কিছুতেই রাজি নন।
এই নিয়ে রাণীর মার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। কারণ মুনকিরকে রাণীর মায়ের খুব পছন্দ। এই ছেলের কাছেই তিনি মেয়েকে বিয়ে দিতে চান। কিন্তু রাণীর বাবা অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন। বিষয়টি নিয়ে তাদের পরিবারে অশান্তি তৈরি হয়।
শেষ পর্যন্ত মুনকিরের সঙ্গে রাণীর বিয়ে হবে কিনা তা জানা যাবে খণ্ড নাটক ‘বিয়ে’তে। এমন গল্পের নাটকটি যৌথভাবে রচনা করেছেন এম আই মনির ও আশরাফুল বিপ্লব।
আশরাফুল বিপ্লবের পরিচালনায় ‘বিয়ে’তে গায়ক মুনকিরের চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও তার ভক্তের চরিত্রে শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন দীপক কর্মকার ও শেলী আহসান।
শুক্রবার (৩ আগস্ট) রাত ৮টায় আরটিভিতে ‘বিয়ে’ নাটকটি প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
জেআইএম/