ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ছোট পর্দায় ফের একসঙ্গে সালমান-শাহরুখ, থাকবেন রানীও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৯, আগস্ট ৫, ২০১৮
ছোট পর্দায় ফের একসঙ্গে সালমান-শাহরুখ, থাকবেন রানীও শাহরুখ খান, সালমান খান ও রানী মুখার্জি

ফারহা খান, শিল্পা শেঠি কুন্দ্রা, সোনাক্ষী সিনহা, হিমেশ রেশামিয়া, কমল হাসানের মতো অসংখ্য তারকা সালমান খানের সঞ্চালিত অনুষ্ঠান ‘দশ কা দম’-এ হাজির হয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার সেই শোয়ে আসছেন শাহরুখ খান।

জানা গেছে, ‘দশ কা দম’র ফাইনালে আসার জন্য শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছেন সালমান খান। শুধু শাহরুখ নন, অভিনেত্রী রানী মুখার্জিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

আর দু’জনই সেটি গ্রহণ করেছেন।

দর্শকের জন্য আরও একটি চমক থাকছে ফাইনালে। সেদিন এই জনপ্রিয় এই তিন সুপারস্টারের সঙ্গে থাকবেন কমেডিয়ান সুনীল গ্রোভারও। রিংকি ভাবি হিসেবে দেখা যাবে তাকে। অমিতাভ বচ্চনের ভূমিকাতেও দেখা দেবেন সুনীল।

এবার প্রথম নয়, এর আগেও ছোট পর্দায় একসঙ্গে দেখা গেছে সালমান-শাহরুখকে। ‘রইস’ ও ‘দিলওয়ালে’ ছবির প্রচারণার জন্য সালমানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’-এ গিয়েছিলেন বলিউড বাদশাহ।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।