ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

শ্রদ্ধা নয়, শিবানীর সঙ্গে প্রেম করছেন ফারহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪০, আগস্ট ৯, ২০১৮
শ্রদ্ধা নয়, শিবানীর সঙ্গে প্রেম করছেন ফারহান শ্রদ্ধা কাপুর, ফারহান আখতার ও শিবানী দানড়েকার

স্ত্রী আধুনা ভবানীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ফারহান আখতার। কিন্তু শ্রদ্ধার বাবা অভিনেতা শক্তি কাপুর তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় একে অপরের থেকে দূরে সরে যান তারা।

শোনা যাচ্ছে, শ্রদ্ধার সঙ্গে প্রেমের সম্পর্কের পাট চুকে যাওয়ার পর অভিনেত্রী আনুশা দানড়েকারের বোন শিবানীর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে ফারহানের।

এখানেই শেষ নয়, কিছুদিন আগে নাকি নতুন প্রেমিকাকে নিয়ে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন ফারহান আখতার।

২০১৫ সালে ফারহান আখতারের সঞ্চালিত ‘আই কেন ডু দ্যাট’ অনুষ্ঠানে এসেছিলেন শিবানী। সেসময় তাদের পরিচয় হয়।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।