ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জোভান-আশার ‘যে গল্পের শেষ নেই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
জোভান-আশার ‘যে গল্পের শেষ নেই’ ফারহান আহমেদ জোভান ও আজমেরী আশা

সুমন আর মোহনা একে অপরকে ভালোবাসেন। সুমন ব্যবসার কাজে নেপালে যান। সেখানে মোহনা একই হোটেলের দু’টি রুম বুক করেন।

এতে সুমনের মন কিছুটা খারাপ হলেও মোহনার কারণে সে কিছু বলেন না। কারণ তার জন্যই সুমন আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

নেপালে যাওয়ার পর তাদের দুজনের মধ্যে বেশকিছু ঘটনা ঘটে, যা সুমনকে বিস্মিত করে।

কারণ যে সব ঘটনা সুমনের সাথে ঘটেছে, তা তার ঘটে যাওয়া অতীতের ঘটনা। এমনই নানা ঘটনার দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘যে গল্পের শেষ নেই’-এ।

নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম ও পরিচালনা করেছেন দীপু হাজরা।

এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, আজমেরী আশা, নাবিলা ইসলাম, মনোজ কুমার প্রামাণিক, আসিফ নজরুল প্রমুখ।

মঙ্গলবার (২৭ আগস্ট) এটিএন বাংলায় রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।