ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নতুন ধারাবাহিক ‘দুলাভাই জিন্দাবাদ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
নতুন ধারাবাহিক ‘দুলাভাই জিন্দাবাদ’ নিলয় আলমগীর ও শশী

হুমায়ুন সওদাগেরের পাঁচ মেয়ে। বড় মেয়ে শেফালিকে বিয়ে দিয়ে কুদ্দুসকে তিনি ঘরজামাই করেছেন। কুদ্দুসের কাজ শ্বশুরের সম্পদ রক্ষা করা এবং শ্যালিকাদের দিকে খেয়াল রাখা।

তিনি খুব রসিক এবং প্রাণ খোলা মানুষ। সারাক্ষণ আনন্দে মেতে থাকেন।

চারজন শ্যালিকা থাকায় গ্রামের যুবকদের কাছে তার খুব কদর। সবাই সুযোগে খোঁজে কি করে দুলাভাইয়ের মন জয় করে তাদের একজনকে পটানো যায়। 'দুলাভাই জিন্দাবাদ' নাটকের শিল্পীরাএমনই গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘দুলাভাই জিন্দাবাদ’। হাস্য-রস ও আনন্দ-বেদনার মধ্যে দিয়ে এতে এক নিঃস্বার্থ দুলাভাইয়ের গল্প দেখা যাবে। পাশাপাশি উঠে আসে সমাজের অনেক অসঙ্গতি, বাস্তবতা, ভালো ও মন্দ।

মানস পালের রচনায় ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন শাহীন সরকার। এতে অভিনয় করেছেন আল মনসুর, ফজলুর রহমান বাবু, নিলয় আলমগীর, আ খ ম হাসান, আমিন আজাদ, তারিক স্বপন, শফিক খান দিলু, মুনিরা মিঠু, শশী, নিসা, অহনা, ঐশী, তন্দ্রা, শেলী আহসান, অধরা জাহান, ফিরোজ মিল্টন, ছোট শামিম, অহনাসহ অনেকে।

প্রতি রোববার ও সোমবার রাত ১০টা ২০মিনিটে ‘দুলাভাই জিন্দাবাদ’ দেশ টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।