ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমেরিকায় তিন শোতে গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
আমেরিকায় তিন শোতে গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা   রেজওয়ানা চৌধুরী বন্যা  

উপমহাদেশের প্রথিতযশা রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রসঙ্গীতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘স্বাধীনতা পদক (২০১৬)’। দেশখ্যাতির গণ্ডি পেরিয়ে গত বছর (২০১৭) ভারতের পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম শ্রেষ্ঠপদক ‘বঙ্গভূষণ’-এ ভূষিত হন তিনি। এছাড়াও সঙ্গীত ক্যারিয়ারে দেশ-বিদেশের অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন বন্যা।

বুধবার (১৪ নভেম্বর) গুণী এই শিল্পী তিনটি শোতে গান করতে আমেরিকার উদ্দেশে পাড়ি দিচ্ছেন।
 
‘ব্যাঙ্গুলি অ্যাসোসিয়েশনস অব নিউ জার্সি’ এবং ‘বেদান্ত সোসাইটি’র আয়োজনে তার এবারের আমেরিকা সফর।


 
এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলানিউজকে বলেন, আমেরিকার নিউ জার্সি শহরে যথাক্রমে ১৭, ১৮ এবং ২৫ নভেম্বর তিনটি শো হবে। তবে শহরটির কোন জায়গায় কবে অনুষ্ঠানগুলো হবে তা সেখানে পৌঁছার পর সিদ্ধান্ত হবে। আয়োজক সূত্রে আমাকে এটিই জানানো হয়েছে।
 
রেজওয়ানা চৌধুরী বন্যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।