১৯৬৫ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। সঙ্গীত রয়েছে তার রক্তে।
শাফকাত আমানাত আলী’র গায়কীতে তার বাবা আমানাত আলী খান এবং চাচা ওস্তাদ ফাতেহ আলী খানের দারুণ প্রভাব রয়েছে। সেইসঙ্গে রোশনারা বেগমের গায়কী থেকে তিনি অনুপ্রেরণা নিয়েছেন।
ক্লাসিক্যাল সঙ্গীতের পারদর্শী কণ্ঠ শাফকাত আমানাত আলী সুফি এবং পাকিস্তানের লোকজ সঙ্গীতের জন্য বিশ্বসঙ্গীত মহলেও বেশ সমাদৃত।
২০০৮ সালে করাচি মিউজিক অ্যাওয়ার্ড’র (টিএমএ) ‘বেস্ট লাইভ অ্যাক্ট’ পুরস্কার পান তিনি। এছাড়া গেল বছরের ১৪ আগস্ট ‘প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরমেন্স’-এ ভূষিত এই শিল্পী সন্ধ্যার আয়োজনে কেমন পরিবেশনা উপহার দেন তার প্রতীক্ষায় আপাতত আর্মি স্টেডিয়ামের দর্শক-শ্রোতারা।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
ওএফবি/আরআর