ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নেটফ্লিক্সে মোঘলির হিন্দি ভার্সনে কণ্ঠ দিলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
নেটফ্লিক্সে মোঘলির হিন্দি ভার্সনে কণ্ঠ দিলেন যারা অনিল কাপুর, মাধূরী দীক্ষিত, কারিনা কাপুর, অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রতীক্ষিত ওয়েব সিনেমাগুলোর মধ্যে ‘মোঘলি: লিজেন্ড অফ দ্য জঙ্গল’ অন্যতম। নেটফ্লিক্সের এই সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতারা।

রুডইয়ার্ড কিপলিংয়ের ‘দ্য জঙ্গল বুকের’ উপর ভিত্তি করে, এই সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্ডি সার্কেস। এতে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা রোহান চাঁদকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

 

সিনেমার ট্রেইলারটি কয়েকদিন আগে মুক্তি পেয়েছে। এরইমধ্যে বিশ্বজুড়ে সিনেমাটি ব্যাপক আলোচিত হয়েছে।

সম্প্রতি এর নির্মাতা সিনেমাপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছেন। আর তা শুনে লাখ লাখ ভারতীয়রা আনন্দে ভাসছেন।

সিনেমাটির ইংরেজি সংস্করণের পাশাপাশি এটির হিন্দি সংস্করণও মুক্তি পাবে। হিন্দি ভার্সনটিতে ভয়েস দেবেন- অনিল কাপুর, মাধূরী দীক্ষিত, কারিনা কাপুর, অভিষেক বচ্চন ও জ্যাকি শ্রফ।

মঙ্গলবার (২০ নভেম্বর) মোঘলির কোন চরিত্রে কে ভয়েস দেবেন নেটফ্লিক্সের পক্ষ থেকে তা ইনস্টাগ্রামে পোস্টে জানানো হয়েছে।

আগামী ৭ ডিসেম্বর থেকে নেট দুনিয়ায় দেখা যাবে সিনেমাটি। সিনেমাটি বিশ্বের খ্যাতনামা কয়েকটি থিয়েটারেও প্রদর্শন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।