শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী খিলখিল কাজীর উপস্থিতিতে ধানমন্ডির ক্লাব ভিআইপি লাউঞ্জে অ্যালবাম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবে খিললিখ কাজী উপস্থিত হয়ে রুমির গায়কীর প্রশংসার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১০টি গানের অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন রুমি আজনবী নিজেই। অ্যালবামের গানগুলো হচ্ছে- ‘দেশ আমার জানি না তোমার’, ‘আজো ফোটেনি কুঞ্জে মম’, ‘এলো ঐ বনান্তে পাগল’, ‘বল সখি বল ওরে’, ‘পরজনমে যদি আসি’ প্রভৃতি উল্লেখযোগ্য।
অ্যালবামটি প্রসঙ্গে রুমী আজনবী বলেন, আমি চেষ্টা করেছি নজরুল ভক্ত-শ্রোতাদের জন্য ভালো কিছু গান উপহার দিতে। বাণিজ্যিক বিবেচনায় তো আর এই অ্যালবাম করিনি। শ্রোতারা ভালো গান শুনুক, এ ধরণের গান শোনাতে মনোনিবেশ করুক-এটাই প্রত্যাশা।
অ্যালবামটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
ওএফবি