ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রতীক-সাব্বির-নদী ও লুইপার কণ্ঠে বিপিএলের থিম সং 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
প্রতীক-সাব্বির-নদী ও লুইপার কণ্ঠে বিপিএলের থিম সং  বিপিএলের থিম সংয়ে প্রতীক হাসান, সাব্বির জামান, মৌমিতা তাসরিন নদী ও লুইপা। ছবি: বাংলানিউজ

আগামী বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর।

এ উপলক্ষে রোবরার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ আয়োজনের থিম সংয়ে কণ্ঠ দিলেন এ সময়ের শ্রোতাপ্রিয় চার কণ্ঠশিল্পী। তারা হলেন- প্রতীক হাসান, সাব্বির জামান, মৌমিতা তাসরিন নদী ও লুইপা।

চার ছয় মুহুর্মুহু/স্টেডিয়ামে দর্শক বহু/তারা নাচে তারা গায়/বাঘের মতন গর্জন করে দুনিয়া কাঁপায়/বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল/খেলা দেখে সকলেই আনন্দে উদ্বেল…।

এমন কথার থিম সংটি লিখেছেন বায়জিদ খুরশিদ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন দেশবরেণ্য সঙ্গীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু।

এ প্রসঙ্গে সাব্বির জামান বাংলানিউজকে বলেন, খুব সুন্দর একটা গান হয়েছে। সবাই মিলে খুব মজা করে গানটি গেয়েছি। ক্রিকেট নিয়ে এমন সুন্দর একটি গেয়ে নিজের মধ্যে খুব ভালোলাগা কাজ করছে।  

১৮ ডিসেম্বর গানটির ভিডিওর শুটিংয়ে হওয়ার কথা বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
ওএফবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।