ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

আমি ভালো আছি: শহীদ কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, ডিসেম্বর ১১, ২০১৮
আমি ভালো আছি: শহীদ কাপুর শহীদ কাপুর

বলিউড অভিনেতা শহীদ কাপুর পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত! হঠাৎ করেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এই খবর ভিত্তিহীন দাবি করে বিষয়টি উড়িয়ে দিচ্ছে ‘পদ্মাবত’খ্যাত এই অভিনেতার পরিবার।

এই নিয়ে মুখ খুলেছেন ৩৭ বছর বয়সী এই তারকা। সোমবার (১০ ডিসেম্বর) নিজের শারীরিক অবস্থার খবর জানিয়ে একটি টুইট করেন তিনি।

সেখানে শহীদ কাপুর লেখেন, আমি একদম ভালো আছি। দয়া করে শোনা কথা বিশ্বাস করবেন না।

এদিকে শহীদ কাপুরকে সর্বশেষ ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় দেখা গিয়েছিল। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন সিদ্ধার্থ কাপুর ও ইয়ামি গৌতম। যদিও সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেনি।

বর্তমানে শহীদ ‘কবির সিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন। আগামী বছর ২১ জুন সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।