১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি’ গানটির সুর ও সঙ্গীতপরিচালনা করেন আলাউদ্দিন আলী। কথা লেখেন মনিরুজ্জামান মনির।
সর্বশেষ ৪৬ গানের সংকলন ‘দ্য লিজেন্ড সৈয়দ আবদুল হাদী’তে রেজাউল করিম লিমনের সংগীতায়োজনে গানটি যুক্ত করা হয়। নতুন ভার্সনটি থাকছে ভিডিওতে।
এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও দেশের মানুষের জন্য এমন একটি গান করতে পেরেছিলাম আমরা। ভালো লাগছে এই কারণ, নতুনভাবে গানটি গেয়েছি, সেটির অফিসিয়াল মিউজিক ভিডিও হয়েছে বলে।
বাংলাঢোলের প্রযোজনায় ‘সূর্যোদয়ে তুমি’ গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন হৃদয় চৌধুরী। ভিডিওতে থাকছেন সৈয়দ আবদুল হাদী নিজেও।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
জেআইএম/