শনিবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল আনাম টুটুল। এরপর তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা এস এ হক অলিক বাংলানউজকে বলেন, এখন তার অবস্থা কিছুটা ভালো বলে ডাক্তাররা জানিয়েছেন। তবে শঙ্কামুক্ত নন। ওনার ফুসফুসে প্রচুর পানি জমেছে। এখন এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এর বেশি আপাতত বলতে পারছি না।
এদিকে, ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ সিনেমাটি পরিচালনা করছেন সাইদুল আনাম টুটুল। দীর্ঘ ১৫ বছর পর এর মাধ্যমে পরিচালনায় ফিরেছেন ‘আধিয়ার’ খ্যাত এ নির্মাতা। এর আগে সরকারি অনুদানে নির্মিত তার প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে।
১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে কাজ করেছেন এ নির্মাতা ও সম্পাদক।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
ওএফবি/ওএইচ/