গানগুলো হচ্ছে- ‘সজুজ ঘাসে রক্ত মেখে/আমার পতাকা উড়ে’, ‘একটি নতুন সূর্য পেয়েছি/তোমার জন্য’, এবং ‘আমার মায়ের সোনার নোলক/হারালো কোথায়’।
‘সবুজ ঘাসে রক্ত মেখে’ গানটি কথা লিখেছেন প্রফেসর ড. শিরিন বেগম।
এ প্রসঙ্গে আলম আরা মিনু বাংলানিউজকে বলেন, ১৬ ডিসেম্বর প্রকাশের লক্ষে গানগুলো করেছিলাম। কিন্তু কিছু জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি। তবে আমি রনির সঙ্গে আলাপ করেছি, গানগুলো যেনো ২৬ মার্চে প্রকাশ করা হয়। কারণ ভিডিও করতে সময় লাগবে। গানগুলো খুবই ভালো হয়েছে।
এ প্রসঙ্গে জিএম রহমান রনি বাংলানিউজকে বলেন, ২৫ ডিসেম্বরের পরে সিদ্ধান্ত নেবো, গানগুলো প্রকাশের বিষয়ে। মিনু আপা গানগুলো প্রকাশের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছে। ব্যক্তিগতভাবে তিনি গানগুলোর কথা, সুর-সঙ্গীতের খুব প্রশংসা করেছেন। এককথায় আপার মতো গানগুলো নিয়ে আমিও আশাবাদি।
অপ্রকাশিত এই গানগুলো চলতি বিজয়ের মাসে বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে গাইছেন বলে আলম আরা মিনু জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ওএফবি/এসআরএস