ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আইসিইউতে টেলি সামাদ, শারীরিক অবস্থা অপরিবর্তিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
আইসিইউতে টেলি সামাদ, শারীরিক অবস্থা অপরিবর্তিত টেলি সামাদ

বড় পর্দার নন্দিত অভিনেতা টেলি সামাদ গুরুত্ব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শুক্রবার (২১ ডিসেম্বর) হঠাৎ করে বাবার শরীরের অক্সিজেনের মাত্রা অনেক কমে গেছে।

যার ফলে ওনার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিলো। তাই চিকিৎসকের পরামর্শে বাবাকে আইসিইউতে রাখা হয়েছে। '

‘এখন পর্যন্ত বাবার অবস্থার কোন উন্নতি হয়নি। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইছি,’ যোগ করেন তিনি।

কয়েক সপ্তাহ আগে বুকে ইনফেকশন নিয়ে টেলি সামাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার (১৯ ডিসেম্বর) তাকে বিএসএমএমইউ’তে ভর্তি করা হয়।

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকায় টেলি সামাদের জন্ম। ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় খ্যাতিমান এই অভিনেতার অভিষেক ঘটে।

এখন পর্যন্ত চার দশকে প্রায় ৬০০ সিনেমায় অভিনয় করেছেন টেলি সামাদ। অভিনয় করেছেন নন্দিত ও বহু কালজয়ী সিনেমায়। তার উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে-‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘নতুন বউ’, ‘মাটির ঘর’, ‘নাগরদোলা’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘অশিক্ষিত’, ‘সুজন সখী’, ‘ভাত দে’।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।