রোববার (২৩ ডিসেম্বর) থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘পৌষ মেলা’। এরইমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন বন্যা।
এ আয়োজনকে ঘিরে কবিগুরুর দেশে এখন উৎসবের উন্মাদনা। চারিদিকে পৌষের হাওয়া, সুরে সুরে মাতোয়ারা সবাই।
কলকাতা থেকে সকালে রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলানিউজকে বলেন, বিকেল সাড়ে ৩টায় কলকাতায় শুরু হচ্ছে ‘পৌষ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠান। এ আয়োজনের শুরুতে আমি কয়েকটি গান পরিবেশন করবো। তবে কোন গানগুলো করবো, তা আয়োজকরা চূড়ান্ত করবেন। আমি এখনও গানের লিস্ট পাইনি।
পৌষ মেলা ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোমবার (২৪ ডিসেম্বর) দেশে ফিরবেন বলে জানিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
এদিকে সম্প্রতি আমেরিকাতেও সফর করেছেন বন্যা। দেশটির নিউ জার্সি শহরে যথাক্রমে ১৭, ১৮ এবং ২৫ নভেম্বর তিনটি পরিবেশনা উপহার দেন তিনি।
গুণী এই শিল্পী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তার হাতে গড়া সঙ্গীত প্রতিষ্ঠান ‘সুরের ধারা’ গত বছর (২০১৭) ২৫ বছর পূর্ণ করে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৮
ওএফবি/আরআর