সম্প্রতি আবারও গুরুত্ব অসুস্থ হয়ে পড়েছেন ‘দাঙ্গা’খ্যাত এই নির্মাতা। তার ঘাড়ের একটি রক্তনালী ব্লক হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কাজী হায়াৎ একটি ভিডিও বার্তার মাধ্যমে চিকিৎসার বিষয়টি সবাইকে জানান। ছেলে কাজী মারুফের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে কাজী হায়াৎ বলেন, ‘প্রিয় দেশবাসী এবং আমার ভক্তবৃন্দ। আমি জানি সারাদেশে আমার অসংখ্য ভক্ত ছড়িয়ে আছে। যারা আমাকে ভালোবাসেন ও শুভ কামনা জানান। তাদের ভালোবাসা অনেক গভীর। আমি ঢাকার বিমানবন্দরে বসে কথাগুলো বলছি। আমার চিকিৎসার জন্য যাচ্ছি নিউইয়র্কে। ’চিকিৎসা প্রসঙ্গে ‘ইতিহাস’খ্যাত এই নির্মাতা বলেন, ‘জানি না চিকিৎসা কেমন হবে। তবে এ রোগের কথা আমি অথবা আমার আত্মীয়-স্বজনসহ অন্য কারো হয়েছে, সেটা আগে শুনিনি। আমার ঘাড়ের যে রক্তনালীটি দিয়ে মাথায় রক্ত পৌঁছায়, সেটি নাকি ব্লক হয়ে গেছে। তাই বাইপাস করতে হবে। বাংলাদেশে এই রোগের চিকিৎসা হয় না। দোয়া করবেন আমি যাতে ফিরে আসি। যেদিন আপনারা ভোট দেবেন উৎসবমুখর পরিবেশে, হয়তো সেদিন আমি অপারেশনের টেবিলে থাকবো। ’
‘আমি যাতে ভালোভাবে ফিরে আসতে পারি তাই আমার জন্য দোয়া করবেন। দেশের জন্য দোয়া করবেন-যে দেশের জন্য আমি মুক্তিযুদ্ধ করেছি, যে দেশকে আমি ভালোবাসি, যে দেশের জন্য আমি সিনেমা নির্মাণ করেছি। যে দেশের কথা আমি সিনেমায় সবসময়ই বলার চেষ্টা করেছি, ক্ষত চিহ্নগুলো সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি। ’
ভিডিও বার্তায় কাজী হায়াৎ আরও বলেন, ‘আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আরও অনেকদিন। আমার স্বপ্ন আবার আপনাদের মাঝে ফিরে আসবো। আবার বাংলাদেশের মাটিতে এসে অ্যাকশন-কাট বলবো। পদ্মা সেতু দিয়ে আমার গ্রামের বাড়ির মধুমতীর পারে চলে যাবো। যেখানে শৈশবে-কৈশোরে সাঁতার কেটেছি। ’
সদ্য প্রয়াত কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনকে নিয়ে তিনি বলেন, ‘আমজাদ হোসেন চলে গেলেন। তার আত্মার জন্য শান্তি কামনা করছি। এতো প্রিয় একজন মানুষ ছিলেন আমার, কিন্তু শেষ দেখা হলো না। আমি বিমানবন্দরে চলে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ’
এদিকে, চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছিলেন কাজী হায়াৎ। তাই চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ১০লাখ টাকা অনুদান দিয়েছেন।
চলতি বছর ‘ভালো থেকো’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় হাজির হয়েছিলেন কাজী হায়াৎ। এছাড়া সম্প্রতি শাকিব খানকে নিয়ে ‘বীর’ নামের নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
জেআইএম