ক্ষুদ্র মানবিক দ্বন্দ্ব আর মতানৈক্যের অবসান ঘটিয়েছেন তারা। অর্থাৎ আবার দুইয়ে মিলে এক হলেন ন্যানসি-জায়েদ।
তাদের এক হওয়া প্রসঙ্গে জানতে চাইলে ন্যানসি বাংলানিউজকে বলেন, আমরা সব সময়ই এক ছিলাম। দু’জনের প্রতি দু’জনার ভালোবাসার কমতি কখনোই ছিলো না। জায়েদ বেশি ভালো মানুষ। এজন্য তার সঙ্গে আমি প্রায়ই মান-অভিমান করি। সে করে না। সে রাগের কথা বললেও রাগ করে না, এটাও তার প্রতি আমার অভিমানের আরেকটা কারণ। যাই হোক, অভিমানের পালা শেষ। অতঃপর আমরা সুখে-শান্তিতে বসবাস করতে শুরু করেছি।
ন্যানসি-জায়েদের সংসার জীবন ছয় বছরেরও বেশি সময় অতিক্রম করেছে। এর আগে তাদের সাংসারিক দ্বন্দ্বের কথা শোনা যায়নি। বরং বিভিন্ন অনুষ্ঠানে ন্যানসি-জায়েদকে প্রায়ই একসঙ্গে দেখা গেছে।
এছাড়া কিছুদিন আগে ন্যানসির জন্মদিনে (১৩ জানুয়ারি) জায়েদ তাকে ২৫ লাখ টাকা (৫ শতাংশ) মূল্যের জমি উপহার দেন।
নাজিমুজ্জামান জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
ওএফবি