এই নির্মাতার বিরুদ্ধে অভিযোগ করা নারী তার সহকারী হিসেবে ‘সাঞ্জু’ সিনেমায় কাজ করেছেন। হিরানির দ্বারা এই নারী একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে ভারতীয় মিডিয়াকে জানিয়েছেন।
বিশেষ করে ‘সাঞ্জু’ সিনেমায় হিরানির সহকারী হিসেবে কাজ করার সময় তাকে সবচেয়ে বেশি হেনস্থার শিকার হতে হয়েছে বলে উল্লেখ্য করেছেন ঐ নারী।
হিরানি অবশ্য তার বিরুদ্ধে অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক এবং মানহানিকর বলে উল্লেখ্য করেছেন। হিরানির দাবি- অভিযোগকারীর সঙ্গে তার শারীরিক নয় বরং পেশাগত সম্পর্ক ছিলো।
হিরানির বিরুদ্ধে এই অভিযোগটি সূত্রপাত হয় ২০১৮ সালের ৩ নভেম্বর। ঐ সময় হিরানির বন্ধু-প্রযোজক বিধু বিনোদ চোপড়ার কাছে মেইল বার্তায় অভিযোগটি করেন ঐ নারী। এছাড়া মেইলটি করেন বিধু বিনোদ চোপড়ার স্ত্রী অনুপমা, চিত্রনাট্যকার অভিজিৎ জোশি, বিধু বিনোদ চোপড়ার বোন শেলী চোপড়াকে।
গেলো বছর থেকে বলিউডের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন। তখন থেকেই বলিউডের অনেক অভিনেতা ও নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠে আসছে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
ওএফবি