অ্যালবাম প্রকাশের আগে দলটি ইউটিউবে প্রকাশ করেছে তাদের প্রথম মিউজিক ভিডিও ‘কোথায় থামবে’। গানটির কথা লিখেছেন দলটির লিড ভোকাল সজিব আহমেদ।
এ প্রসঙ্গে সজিব আহমেদ বাংলানিউজকে বলেন, সামাজিক নানা বিষয় নিয়ে ভালোকিছু গান উপহার দেওয়া ও দেশের সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করার প্রত্যয়ে আমরা হযবরল প্রতিষ্ঠা করি। যদিও শুরু থেকেই আমাদের নানা সংকটে পড়তে হয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমরা এ পর্যন্ত এসেছি। আশা করছি, এখন থেকে দর্শকদের ভালো কিছু গান উপহার দিতে পারবো।
‘চলতি বছর আগস্ট মাসে আমাদের ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশ পাবে। অ্যালবাম প্রকাশের আগে মে মাস পর্যন্ত আমরা পাঁচটি গান-ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশ করবো। ‘‘কোথায় থামবে’’ গানটি দিয়ে তা শুরু হলো,’ যোগ করেন এ শিল্পী।
হযবরল’র সদস্যরা হচ্ছেন-সজিব আহমেদ(ভোকাল), নির্ঝর ম্যাক্স ও হিমাদ্রি(গিটার), আবরার(কী-বোর্ড), সাদি(বেস) ও ফারদিন(ড্রামস)।
জানা যায়, নাম ঠিক না হওয়া ব্যান্ডটির অ্যালবামে থাকছে ৯টি গান। এরমধ্যে বেশিরভাগ গানই রেকর্ড করা হয়েছে।
**'কোথায় থামবে'
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
জেআইএম