ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শনিবার সীমান্ত সম্ভারে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
শনিবার সীমান্ত সম্ভারে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্স

নতুন বছরের শুরুতেই রাজধানীতে চালু হতে যাচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ধানমন্ডির সীমান্ত সম্ভার মার্কেটের দশম তলায় নির্মিত এ সিনেপ্লেক্সে রয়েছে তিনটি হল।

শনিবার (২৬ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন স্টার সিনেপ্লেক্সের উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ও শোবিজ তারকাসহ দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব।

আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরণের সুবিধা থাকছে এতে।

স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা যায়, রাজধানীর ধানমন্ডি, জিগাতলাসহ আশে-পাশের এলাকার দর্শকদের কথা চিন্তা করে অনেকদিন থেকেই এখানে হল নির্মাণের পরিকল্পনা করছিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন হতে যাচ্ছে। দেশের কোন সিনেপ্লেক্সের এটিই হতে যাচ্ছে প্রথম শাখা।

মাহবুব রহমান রুহেল বলেন, আমরা রাজধানীর সীমান্ত সম্ভারে নতুন মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করতে যাচ্ছি। এর মধ্য দিয়ে দ্বিতীয় স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হচ্ছে। যা আমাদের পথচলায় নতুন মাত্রা যোগ করছে। দর্শকদের ভালোবাসা আমাদেরকে এ যাত্রায় অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি আরও জানান, ২০১৯ সালের মধ্যে ঢাকার উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০টির মতো হল নির্মাণ এবং পর্যায়ক্রমে দেশব্যাপী ১০০টি হল নির্মাণের পরিকল্পনা নিয়েছেন।

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে প্রথম যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। হলিউডের নতুন সিনেমার পাশাপাশি দেশীয় সিনেমাও নিয়মিত প্রদর্শন করছে মাল্টিপ্লেক্সটি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।