ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বেলাল-অন্বেষার ‘বেঁচে থাকার জন্যে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
বেলাল-অন্বেষার ‘বেঁচে থাকার জন্যে’ অন্বেষা ও বেলাল

ভারতীয় হিন্দি ও বাংলা গানের শিল্পী অন্বেষার সঙ্গে গান গাইলেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেলাল খান। ‘বেঁচে থাকার জন্যে’ শিরোনামের গানটির ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউবে।

‘বেঁচে থাকার জন্যে/দু’হাত রাখার জন্যে/অভিমানের জন্যে/কেউ একজন লাগে’-এমন কথার গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন বেলাল খান নিজেই।


সঙ্গীতায়োজনে ছিলেন মীর মাসুম।

গানের কথার সাথে মিল রেখে হৃদয়স্পর্শী গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে মডেল হয়েছেন মুশফির আর ফারহান ও পারশা ইভানা।   শনিবার (২৬ জানুয়ারি) রাতে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে গান-ভিডিও প্রকাশ করে।

গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, গানটির কথা অসাধারণ, সুর, সঙ্গীত এবং গায়কীতে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। অন্বেষাও দারুন গেয়েছে। ভিকি জাহেদের নির্মাণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। গানের সঙ্গে মিল রেখে সুন্দর করে ভিডিওটিও নির্মাণ করেছেন।

**'বেঁচে থাকার জন্যে' গানের লিংক
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।