অ্যালবামে রয়েছে মোট ১২ টি ভাষা দিবসের গান। এর উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ‘একুশে ফেব্রুয়ারি, ‘আমার ভাষা মাতৃভাষা’, ‘ভাষা শহীদেরা’, ‘একুশ তুমি লাল পতাকা’, ‘মায়ের মতো’।
এর গানগুলো লিখেছেন- আজাদ রহমান, কে.জি. মোস্তফা, ফজল-এ-খোদা, সৌমিত্র ব্যানার্জী, শাফাত খৈয়াম, এম. আর. মঞ্জু , মুজাহিদুল হক লেনিন, শ্যামলী মণ্ডল ও মোহাম্মদ ফয়সল খান।
সুরারোপে রয়েছেন- আজাদ রহমান, শেখ সাদী খান, মোঃ নজরুল ইসলাম, মোঃ শাহ নেওয়াজ, আলী হোসেন, সৌমিত্র ব্যানার্জি, মুজাহিদুল হক লেনিন, ইবনে রাজন ও মোঃ মাসুদ রানা।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কামাল আহমেদ এবারই প্রথম মাতৃভাষা দিবস নিয়ে কোনো গান-অ্যালবাম করলেন। এমন একটি অ্যালবাম প্রকাশ করতে পেরে শিল্পী খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
অ্যালবামটি শুক্রবার (১ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
ওএফবি